বলে, শব্দ আসে সহজে
হয় কথা যদি সত্যি,
আমি সোজা কথা বলি না,
কেউ বোঝে না, তাই আপত্তি।
কথা ঘুরিয়ে বলতে বলতে
হারিয়ে গেল আমার মত
এই শনিবার, মিথ্যের আসরে আবার পেয়ে যাব পথ।
বলে, শব্দ আসে সহজে
হয় কথা যদি সত্যি,
আমি সোজা কথা বলি না,
কেউ বোঝে না, তাই আপত্তি।
– The Wise Monkey
Thank you for being yoou
LikeLike