“একি অমল, অঙ্কটা আবার ভুল করলি? মাথায় কি গোবোর ভরা ??
এত সহজ একটা equation বুঝতে এত সময় লাগে কেন ?? এত চিন্তা ভাবনা করে শেষে এই উত্তর।
গাধার থেকেও অধম একটা জীব তুই” – পুরো ক্লাসের সামনে মাষ্টারমশাই চিৎকার করে বলে উঠল।
অমলের কাছে এইরূপ ঘটনা নতুন কিছু নয়। বারংবার বকা খেতে খেতে সে নিজেকে সত্যিই বোকা ভাবতে শুরু করেছিল, কিন্তু আত্মমর্যাদা বোধটা তবুও ছিল।
একদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সপাটে নিজের গালে একটা চড় কশালো।
কাঁদো কাঁদো গলায় বলে উঠল – “আপনি জানেন না আমি কি। প্রমান করে দেবো একদিন ।।”

কঠিন পরিশ্রমের দ্বারা অসম্ভব সম্ভব হল। যেই মাথায় সোজা অঙ্ক কিছুতেই ঢুকতোনা, সেখানে একদিন অঙ্ক ঢুকলো।
সহজ equation-এর সহজ উত্তর সে বের করতে পারল। পরীক্ষার ফল ও যথেষ্ঠ ভাল হল।
স্কুল কলেজের গণ্ডি পেড়িয়ে সে পা দিল কর্ম্যজগতে ।
বেশ অনেকগুলো বছর পরে অমল আজ আবার আয়নার সামনে দাঁড়িয়ে।
আবার সে নিজের গালে অবিরত চড় মেরে যাচ্ছে।
একজন স্বাভাবিক মধ্যবয়সী প্রতিষ্ঠিত ব্যাক্তির এরকম আচরণ মানায়না, তা ঠিক, কিন্তু ঠিক ভুলের হিসেবের থেকে বড় যে বাস্তব।
অমল চিৎকার করে বলছে – ” মাস্টারমশাই, আপনি ভুল শিখিয়েছিলেন, সব সহজ অঙ্কের উত্তর তো সহজ নয়। আপনার শেখানো প্রত্যেকটা কথা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে । তবে হ্যাঁ, একটা কথা আপনি ঠিকই বলেছিলেন, আমি সত্যি বোধহয় গাধার থেকেও অধম একটা জীব, তাই মানুষের ভীতরের অন্ধকারে লুকিয়ে থাকা variable গুলোকে কোনো equation-এই বাঁধতে পারলামনা। কাউকে চিনতেই পারলাম না। অঙ্কটা আমার আর সত্যিই বোধহয় শেখা হলনা । “
– The গানওলা Monkey

Image source:
1. Feature image is taken from http://www.glasbergen.com/wp-content/gallery/math-cartoons/math_cartoons45.gif and the sole copyright lies with Randy Glabergen at http://www.glasbergen.com
2. Post image is taken from https://s3.amazonaws.com/lowres.cartoonstock.com/science-magic_mirror-mirror-reflection-backwards-reverse-ptr0169_low.jpg and sole copyright lies with cartoonstock.com.